২৮ জানুয়ারি, ২০২১ ১৪:২৪

শীতার্ত এতিম শিক্ষার্থীদের পাশে ভিক্টোরি অব হিউম্যানিটি

অনলাইন ডেস্ক

শীতার্ত এতিম শিক্ষার্থীদের পাশে ভিক্টোরি অব হিউম্যানিটি

সাড়া জাগানো মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা মানবিকতা নিয়ে শীতার্ত এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা সাতটি ধাপে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে ৮টি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।

এছাড়াও সমাজের গরীব ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগঠনের সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পি, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ূম, দপ্তর সম্পাদক রকিবুল হাসান শান্ত, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, নাথেরপেটুয়া শাখার সভাপতি মামুন মিজান, প্রচার সম্পাদক জোবায়ের হোসেন, নরপাটি শাখার সভাপতি রাশেদ। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছেন সংগঠনের নির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন, মাইনুল ইসলাম রাসেল, জোবায়ের আহমেদ জীবন, ইস্রাফিল আমিন, স্বাধীন, রশিদ ইকবাল, ইব্রাহিম হোসেন, মাসুম, সাগর, মাসুম খান, মোকসেদ আলমসহ প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. ফয়সাল হোসেন বাপ্পি জানান, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা মানবিকতা নিয়ে মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শীতার্ত এতিম শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর