অতিরিক্ত ফি প্রত্যাহার, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণসহ ৪ দফা দাবী নিয়ে মানববন্ধন করেছেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘন্টাব্যাপি এই মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন করোনা সংকটের কারণে ১ বছর কোন পড়া শোনা হয়নি। ফলে তারা এক বছর পিছিয়ে গেছে। তাই প্রথম,তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার দাবি জানায় তারা।
মানববন্ধনে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ট্রেড ও বিভিন্ন সেমিস্টারের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার