বেগমগঞ্জে পলাশ উদ্দিন নামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পলাশ উদ্দিন বাদী হয়ে কালিকাপুর গ্রামের জাবেদ হোসেন রকিসহ তিন জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় জিডি করেছেন। পলাশ স্থানীয় দৈনিক জাতীয় নূরের স্টাফ রিপোর্টার।
এদিকে, এ ঘটনায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী সাংবাদিক পলাশ জানান, মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ১০টায় রকি তার ব্যক্তিগত মোবাইল থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বলে 'তুই তোর দোকানের কাছে গেলে জীবনের স্তরে শেষ করে ফেলবো' এবং সে বলে 'বহু সাংবাদিক আমার পকেটে থাকে'।
জানা যায়, পলাশের সাথে রকির স্থানীয় বাংলাবাজারে একটি দোকান নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ