বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) ধর্ষিতার স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় এই মামলাটি দায়ের করেন। আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে গত ১ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম নাঈম (৪০)। সে বালিয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে।
মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ১ ফেব্রুয়ারি উপজেলার বালিয়াপাড়া গ্রামের নাঈমের বাড়ীতে কেউ না থাকার সুবাদে বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ডেকে আনে। পরে তাকে কৌশলে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নাঈম। ঘটনার পর লোকলজ্জার ভয়ে ধর্ষিতা নারী বিষয়টি গোপন করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে প্রথমে আড়াইহাজার হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার আসামি নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার