ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বুধবার আগুন পোহাতে গিয়ে শাহিলা (৭) নামের এক শিশুর শরীর দগ্ধ হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত শাহিলা ওই এলাকার পশ্চিম পাড়ার আরশ মিয়ার মেয়ে। তাদের স্থানীয় বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার নুরপুর গ্রাম।
জানা গেছে, শাহিলার মা দুপুরে শাহিলাকে ঘরের ভিতরে রেখে পাশের বাড়িতে যায়। ওই সময় শাহিলা ৪তলা থেকে নিচে নেমে গ্যাসের চুলার সামনে গিয়ে আগুন পোহাতে যায়। তারপর হঠাৎ আগুন তার শরীরের কাপড়ে লেগে যায়।
ওই বাড়ির মালিক এমদাদ জানান, রান্না ঘরের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে কিনা সঠিক ভাবে বলতে পারছি না। হঠাৎ শাহিলার চিৎকার শুনি, তখন তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করি।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম মূসা চৌধুরী জানান, গ্যাসের আগুনে মেয়েটির শরীরের ৪০% অংশ পুড়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসা করোনো হলে শাহিলাকে বাঁচানো যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার