চাঁদপুরের ফরিদগঞ্জ চরদুখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামের রাঢ়ি বাড়িতে সুইটি আক্তার (২৪) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সুইটির শাশুড়ি ও ইউপি সদস্যা রোকেয়া বেগম জানান, তার ছেলে রাকিব হোসেনের সাথে ৬ বছর পূর্বে দক্ষিণ আলোনিয়া গ্রামের আবুল হাসেমের মেয়ে সুইটি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রাইফুল (৫) ও ছায়েরা (২) নামে দুটি সন্তান রয়েছে। রাকিব পেশায় ট্রাকচালক। বিগত ৬-৭ দিন আগে রাকিব বাড়িতে আসে। বুধবার রাতে রাকিব তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে বিকেলে সুইটি সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার