করোনার টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে বাধ্য করতে বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ১৯টি ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার এই অভিযান পরিচালনাকালে নগরীর বিভিন্ন স্থানে প্রায় ৩ হাজার মাস্ক বিতরণ করে জেলা প্রশাসন। এর আগে স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজন পথচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্র জানায়, করোনার টিকা গ্রহণে সবাইকে সচেতন করতে প্রচার প্রচারণা চালানো হয়। এ জন্য নগরীতে ৬ জন এবং উপজেলা পর্যায়ে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলায় মোট ১৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিডি প্রতিদিন/ফারজানা