বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি পরিবর্তনের দাবিতে সাংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সাংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংসদের সাবেক কমান্ডার ডা. মো. তৈয়েবুর রহমান সেলিম।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. মো. মোসলেম উদ্দিন, মো. আকরামুজ্জামান ও মো. বজলুর রহমান লিখিত বক্তব্যে স্বাক্ষর করেছেন। বিভিন্ন ইউনিয়নের কমান্ডার ও ডেপুটি কমান্ডারগণও এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার