ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এম আসলাম মৃধার বিরুদ্ধে অপসারণ ও অনাস্থা দিয়েছে ইউপি সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত তিন নারী ইউপি সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত ইউপি সদস্যরা হলেন মো. অলিউল্লাহ, বাছির মোল্লা, জহিরুল ইসলাম, ফোরকান আহমেদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ লিটন, কামাল মিয়া, লিলি বেগম, আম্বিয়া বেগম ও দোলেনা বেগম।
বিডি প্রতিদিন/এ মজুমদার