দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উদ্ভাবন ২ টাকার ব্যাংকের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত ২ টাকার ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ, বিজ্ঞান ক্লাব ও পরিবেশ ক্লাব উদ্বোধন এবং বিদ্যালয়ের ফটো অ্যালবাম এর মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, সহকারি প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন