পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা গুড নেইবারসের সহযোগিতায় জাপান প্ল্যাটফর্মের আর্থিক সহায়তায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত, সংস্থার প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস, ফিল্ড ফ্যাসিলেটর নুরুল ইসলাম পলাশ ও ইনকাম জেনারেশন অফিসার পরাগ ডি রোজারিও উপস্থিত ছিলেন।
প্রত্যেক পরিবারকে ১৪ পিস করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১ হাজার ১০০ পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। এর আগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সংস্থাটি।
বিডি প্রতিদিন/এমআই