আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা আওয়ামী লীগের আয়োজনে রায় পরবর্তী জজকোর্ট চত্বরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করেন।
এ সময় আনন্দ মিছিলে নেতৃত্ব দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডা. আফম রুহুল হক। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন