করোনা প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
সভায় জানানো হয় আগামী ৭ ফেব্রুয়ারি সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসব মূখর পরিবেশে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হবে। উপজেলার ফ্রন্টলাইনের ৫৫ ঊর্ধ্ব নাগরিক নিবন্ধন, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, পুলিশ, বিজিবি, সাংবাদিক ও শিক্ষকসহ ১৯ ক্যাটাগরির লোকজন প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন।
এজন্য প্রত্যেক দফতরের প্রধানদের দ্রুত নিবন্ধন করার আহ্বান করা হয়। নিবন্ধন ছাড়া কাউকে ভ্যাকসিন দেয়া হবে না। প্রথম ডোজ ভ্যাকসিনের পর ৪-১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। কর্তৃপক্ষ পরবর্তী ভ্যাকসিন গ্রহণের তারিখ মুঠোফোনে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেবেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ডা. মো. নোমান মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোছা. নিলুফা ইয়াছমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল ব্যাটালিয়নের ২৫ বিজিবি’র নায়েব সুবেদার গোলাম ফারুক।
আরও উপস্থিত ছিলেন সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রিয়াজ মোহাম্মদ, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শেখ মো. হাবিবুর রহমান, রাজিব আহমেদ রাজ্জি ও দ্বীন ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই