বগুড়ার কাহালুর মাল্লা ইউনিয়নের শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামের একটি পুকুর থেকে জান্নাতি (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার ওই পুকুরের পশ্চিম দিকে ভাসমান অবস্থায় জান্নাতির লাশ উদ্ধার করা হয়।
জান্নাতি কাহালুর শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামের হোটেলের বাবুচী সামছুল হকের কন্যা। জান্নাতি অঘোর মাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে মাল্লার শহরগাড়ী পাল্লাপাড়া গ্রামের আব্দুস সাত্তার, আব্দুল হাই ও আব্দুল গফফারের পুকুরের পশ্চিম দিকে ভাসমান অবস্থায় জান্নাতির লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ