কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বান্দরবানের আজিজনগরে তেলবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে ঘটেছে এ ঘটনা।
নিহত দু’জন হলেন, চয়ন কান্তি নাথ (২৫) ও রিপন কান্তি নাথ (২৮) তাদের দু’জনের বাড়ি হারবাং এলাকায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. আনিসুর রহমান। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক