ফরিদপুরের সদরপুরে অপহরণের ৫ দিন পর চার বছর বয়সী রোমান বেপারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদরপুরের আড়িয়াল খাঁ নদের পাশের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদরপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশের ধারণা অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশটি ধান ক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রহিম বেপারী ঢাকায় দর্জির কাজ করেন। গত বৃহস্পতিবার রহিম বেপারীর শাশুড়ির মৃত্যু হলে তিনি তার পরিবার নিয়ে সদরপুরের নিজগ্রামে আসেন। পরে রহিম বেপারী স্ত্রী, সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে যান।
শুক্রবার বিকেলে কয়েকজন নারী একটি অটোবাইকে করে রোমানকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। শিশু রোমানের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে আড়িয়াল খাঁ নদের তীরবর্তী ধান ক্ষেতে শিশুর একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা লাশটি রোমানের বলে শনাক্ত করে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শিশুটির বাবা রহিম বেপারী জানান, গত শুক্রবার বিকেলে তার শিশু পুত্রকে চিপস দেওয়ার কথা বলে কয়েকজন নারী একটি অটোবাইকে করে অপহরণ করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানায়। শিশু পুত্রকে হারিয়ে একেবারেই ভেঙ্গে পড়েছেন রহিম বেপারী। তার শিশু পুত্রকে যারা নৃসংশভাবে খুন করেছে তাদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশু রোমানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/এমআই