আগামীকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) নগরকান্দা পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। মেয়র পদে লড়ছেন ৭ জন।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর যুলীগের সভাপতি নিমাই চন্দ্র সরকার (নৌকা), বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান মিয়া সেলু (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু (মোবাইল ফোন), পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলু (নারিকেল গাছ), পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আরিফ আহমেদ বিপ্লব (ইস্ত্রী), স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মোল্লা তুহিন (চামচ), মোঃ মাসুদুর রহমান (জগ)।
কাউন্সিলর পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণির এ পৌরসভায় ৮,৬৬৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৪,৩৩৩ জন, নারী ৪,৩৩০ জন। ৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ ৩১টি।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের প্রার্থী নিমাই চন্দ্র সরকার বলেন, নৌকা নির্বাচিত হলে আমি পৌরবাসীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। গত দুইবার আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি। পৌরসভার উন্নয়নে কাজ করেছি। যতদিন বেঁচে আছি ততদিন জনসেবাই আমার মূল লক্ষ্য। আমি মেয়র নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে পৌরবাসীর সেবক হিসাবে অতীতের মত ভবিষ্যতেও দায়িত্ব পালন করব।
বিএনপির প্রার্থী আলিমুজ্জামান সেলু সুষ্ঠ ভোটের ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেন, সুষ্ঠ ভোট হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমার ব্যপক সমর্থন রয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ