শেরপুরের নকলা উপজেলায় ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজিম উদ্দিন বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আফরোজা আক্তার নামে এক নারী আহত হয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিক উপজেলার বানেশর্দী উনিয়নের বাউসা গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনার সাথে জড়িত ইতি বেগম ও শিখা বেগম নামে দুই নারীকে আটক করেছে নকলা থানা পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিনের বাড়ির আঙিনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে অজিত মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ