নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ না জানিয়ে প্রধান বক্তা করা হয়েছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে।
এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাংসদ শহিদুল ইসলাম বকুল। তার নাম ব্যবহার করে স্বেচ্ছাচারী কায়দায় কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
উপজেলা ও পৌর আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা জানান, একক প্রভাবে নিজেদের পছন্দমতো নেতাকর্মীদের দ্বারা সিলেকশনের মাধ্যমে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক কমিটি গঠন করছেন। এসব কমিটির চিঠিতে সাংসদ শহিদুল ইসলাম বকুলকে আমন্ত্রণ জানানো বা অতিথি করা হয়নি।
কিন্তু শুক্রবার ফেসবুকে গোপালপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনের আমন্ত্রণ পত্রের ছবি ছড়িয়ে পড়ে। সেখানে শহিদুল ইসলাম বকুলকে প্রধান বক্তা হিসেবে রাখা হয়েছে। হঠাৎ করে সম্মেলনে সাংসদের নাম দেখে কয়েকজন নেতাকর্মী ঢাকায় অবস্থানরত সাংসদ বকুলকে ফোন করেন। তবে সাংসদ বকুল জানান তিনি কোনভাবেই এই আমন্ত্রণ সম্পর্কে অবহিত না।
পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রমজান আলী বলেন, সম্মেলনের চিঠিটি দেখে আমি সাংসদকে অবহিত করি এবং নির্দেশনা চাই যে তার অনুপস্থিতিতে আমরা সম্মেলনে যোগ দেবো কি না? তিনি জানান তাকেই আমন্ত্রণ জানানো হয়নি।
এ ব্যাপারে সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, ‘আমাকে না জানিয়ে আমার নাম আমন্ত্রণ পত্রে রাখা দুরভিসন্ধিমূলক। দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামালের নির্দেশনা তারা ইচ্ছে হলে মানে না হলে মানে না। ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন গ্রহণযোগ্য নয় এবং গঠনতন্ত্রের পরিপন্থী। যারা এসব করছে, তাদের সাথে মূল নেতাকর্মীরা নেই।
বিডি প্রতিদিন/আবু জাফর