মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মওলা মোল্যা (৭৪) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
তিনি আজ শনিবার সকাল ৭টায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ্, সাধারণ সম্পাদক সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন