মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পূতি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোনালি অতীত ক্লাব মাগুরার আয়োজনে আজ শনিবার এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। একই সময় আগামী ১৯ ফেব্রয়ারি থেকে শুরু হতে যাওয়া শেখ রাসেল এমপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন তিনি।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সোনালি অতীত ক্লাবের সভাপতি কামরুজ্জামান চাঁদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মবকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৫৪টি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ