ভালুকায় ‘ফটোগ্রাফি কন্টেস্টের’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভয়েস অব ভালুকা নামের একটি ফেসবুক গ্রুপের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার মল্লিকাবাড়িতে ওই ফটোগ্রাফি কন্টেস্টের পুরস্কার বিতরণ করা হয়।
ফটো কন্টেস্টে বিজয়ী হন আশিকুর রহমান, প্রথম রানারআপ হন মোহাম্মদ শিহাব, দ্বিতীয় রানারআপ হন মোহাম্মদ জাকির। এ ছাড়া সেরা আরও ১০ জন ফটোগ্রাফারকে পুরস্কার হিসেবে গিফট বক্স দেওয়া হয়।
পরে ভয়েস অব ভালুকা গ্রুপের ১০ হাজার মেম্বার পরিপূর্ণ হওয়ায় কেক কাটা হয়। তখন ভয়েস অব ভালুকার প্রধান সমন্বয়ক মাহফুজুর রহমান মামুন, সমাজকর্মী কাইয়ুম ফকির সুজনসহ ভয়েস অব ভালুকার এডমিন প্যানেলের সদস্য ও কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ