তেতুঁলিয়ার ক্রিকেটাররা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের সোনালি অতীত স্মরণ করেছেন। আজ শনিবার ক্রিকেট খেলাকে ঘিরে তেঁতুলিয়ার শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা মিলনমেলার মাধ্যমে দিনটি উদযাপন করেন।
তেঁতুলিয়ায় ক্রিকেটের সোনালি অতীত স্মরণ অনুষ্ঠানের আয়োজক কমিটি জানিয়েছে, তেঁতুলিয়ায় একসময় ব্যাপক ক্রিকেট খেলা হতো। সেই সময় যারা খেলতো তাদের সোনালি দিনগুলোকে স্মরণ করে এই আয়োজনটি একটি পুনর্মিলন অনুষ্ঠান। ভবিষ্যত প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্যই এই আয়োজন। এ উপলক্ষে সকালে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ। তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
ক্রিকেটের এ টিমের অধিনায়ক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, বি’-টিমের অধিনায়ক ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তাজিরুল ইসলাম তাজু। খেলাটিকে আকর্ষণীয় করার জন্য বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় ধারা ভাষ্য দেওয়া হয়।
বিকালে নারীদের অংশ গ্রহণে নানা রকম খেলাধুলা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ক্রিকেটপ্রেমিরা ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ