পাবনায় নিখোঁজের চারদিন পর এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ভ্যান চালক বিল্লাল হোসেন (৯) একই উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের শ্রীকোল গ্রামের আফজাল হোসেনের ছেলে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে বেলাল হোসেন তার বাবার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ওইদিনই রাতেই আতাইকুলা থানায় নিখোঁজের বাবা আফজাল হোসেন আতাইকুলা থানায় একটি এজহার দায়ের করেন। এজহারের সূত্র ধরে পুলিশ পাবনার আরিফুপুর এলাকার জাহাঙ্গীর আলমের নিকট থেকে বিক্রি করা ভ্যানটি উদ্ধার করে। ভ্যান ক্রেতা জাহাঙ্গীরের কথামতো বিক্রেতা পাবনা সদর উপজেলার চমরপুর গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে বকুল শেখকে সন্দেহভাজন হিসেবে নাটোর জেলার গুরুদাসপুর থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতেই ভ্যান চালক বিল্লালের মরদেহ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ওসি কামরুল হাসান বলেন, উদ্ধারের পর মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ বকুল শেখ, বকুল শেখের মা ও শ্রীকোল গ্রামের জলিল পাগল নামের তিনজনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন