“মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” এই পতিপাদ্য নিয়ে জামালপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে সেমিনারের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো: আবুল হাশেম, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেদুজ্জান প্রদীপ, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আয়ুব আলী খান, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান আব্দুল হান্নান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম খান সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান লিটন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন