চাঁপাইনবাবগঞ্জে জুনায়েদ আল হাবিব (২১) নামে এক মাদ্রাসা ছাত্র ও মসজিদের ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। নিহত ইমাম নওগাঁ জেলার পোরশা উপজেলার গোপালগঞ্জ গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লায় আদর্শ হাফিজিয়া কেরাতিয়া মাদরাসার ছাত্র এবং পশ্চিম পাঠানপাড়া মহল্লার ওয়াক্তিয়া মসজিদে ইমামতি করতেন।
আজ শনিবার দুপুর ১২টায় পুলিশ তার মরদেহ মাদ্রাসার পার্শ্ববর্তী বেলগাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, জুনায়েদ আল হাবিব পাঠানপাড়া মহল্লার আদর্শ হাফিজিয়া কেরাতিয়া মাদরাসার ছাত্র। পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনের বাড়িটির এক অংশে এ মাদরাসা। শুক্রবার রাতে জুনায়েদ পশ্চিম পাঠানপাড়ার ওয়াক্তিয়া মসজিদে এশার নামাজ পড়িয়ে ও খাওয়া শেষে করে বের হন। রাতে অন্য ছাত্ররা তাদের কক্ষে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কয়েকজন ছাত্র বাড়ির ছাদে উঠে দেখতে পায়, ভবন সংলগ্ন বেল গাছে তার মরদেহ ঝুলে আছে। তখন তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সহায়তায় দুপুর ১২টায় হাবিবের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ