চতুর্থ ধাপে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এখানে ১০টি কেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রই ঝূঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন এবং রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
আজ শনিবার বিকাল থেকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। এদিকে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি, ৭০ জন পুলিশ সদস্য, ৯০ জন আনসার সদস্য, র্যাব ও কোস্ট গার্ড-এর বিশেষ টিম ও ৫ টা স্ট্রাইকিং ফোর্স, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়।
এদিকে, এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৬ জন, কাউন্সিলর পদে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে এবার ২০ হাজার ৯’শ ৫ জন ভোটার তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন জানায়।
বিডি-প্রতিদিন/শফিক