সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি এবং ভ্যাকসিন শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী আলীফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ সেমিনারের আয়োজন করে।
মুগদা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফরহাদ হোসেন চৌধুরী এ সেমিনারে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোজী বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, নিউরোলজী বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. কোনাল সাহা, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নিজাম আল-আজাদ, সহকারী রেজিস্ট্রার ডা. মোঃ মনিরুজ্জামান, প্রফেসর ডা. রেহানা বেগম ও আলীফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. এমদাদুল হক জসিম প্রমুখ।
সেমিনারে করোনা ভাইরাসের উৎপত্তি, ধরণ ও বর্তমান পরিস্থিতি এবং ভ্যাকসিন নেয়ার প্রতি তাগিদ দিয়ে বক্তারা আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন