অবশেষে শাবকসহ একটি গাভী পেয়েছেন সম্বলহীন কৃষক মো. হিরন মিয়া। গাজীপুরের শ্রীপুর উপজেলার হায়াতখাঁর চালা এলাকার ওই কৃষক সপরিবারে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গাভীটি গ্রহণ করেন।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম শনিবার বেলা ১২টার দিকে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় ব্যক্তি উদ্যোগে গাভীটি কৃষকের হাতে তুলে দেন।
কৃষক হিরন মিয়া জানান, ৫টি গরু দিয়ে তিনি দুই ছেলে, স্ত্রীকে নিয়ে সংসারের ভরনপোষণ ও জীবিকা নির্বাহ করতেন। গত ১২ জানুয়ারি গরুগুলো চুরি হয়ে যাওয়ার পর তার পথে বসার উপক্রম হয়।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, সরকারের মুখাপেক্ষী না হয়ে সমাজের বিত্তশালীদের সহজ সরল অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।
এরপর জেলা প্রশাসক রাজাবাড়ী ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির উদ্বোধন করেন। পরিমার্জিত ও নতুন তালিকাভুক্ত ২৬৪ জন নারীকে আগামী ২ বছরের জন্য প্রতি মাসে ত্রিশ কেজি পরিমাণ চাল সরবরাহ শুরু করা হয়।
এসময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক