নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে ১ লাখ ২ হাজার টাকার জাল নোটসহ মো. সোহেল হোসেন ওরফে রুবেল (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শনিবার বিকেলে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব-১১ জানান, গ্রেফতারকৃত আসামি সোহেল হোসেন ওরফে রুবেল ভোলা জেলার দৌলতখাঁ থানার চরপাতা এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।
জানা গেছে, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করা এই ব্যক্তির উপর গোয়েন্দা নজরদারী শুরু করে।
পরে এ ঘটনার সত্যতা পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে আসামিকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি র্যাবের জিজ্ঞাবাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশ পাশের এলাকায় বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল।
বিডি-প্রতিদিন/শফিক