জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দী জীবন নিয়ে মঞ্চস্থ হওয়া নাটক ‘২৮৮ দিন’ দেখলেন রংপুরের দর্শকরা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রংপুর টাউন হলে মঞ্চস্থ হয় নাটকটি। পাকিস্থানে বন্দী থাকা বঙ্গবন্ধুকে নিয়ে এই নাটকটি লেখা।
১৯৭১ সালে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে বন্দী করা হয়, এরপর ঢাকা থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো পশ্চিম পাকিস্তানের কারাগারে। সম্মুখ সমরে যখন বাঙালিরা লড়ছে, বঙ্গবন্ধু তখন অচেনা কারাগারে অনিশ্চিত অন্ধকারের মধ্যে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছেন। কেমন ছিল তার সেই দিনগুলো, কতভাবে তাকে নির্যাতন করা হয়েছিল, কত নিষ্ঠুর ছিল পাকিস্তানিরা, কনডেম সেলের সেই তারিখহীন দিনগুলো উঠে এসঠে ‘২৮৮ দিন’ নাটকে।
দর্শকরা মুগ্ধ হয়ে দেখেছে এই পরিবেশনা। নাটকটি প্রযোজনা করছে রংপুর জেলা শিল্পকলা একাডেমি। নির্দেশনায় ছিলেন রাজ্জাক মুরাদ। নাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন সোহাগ মিলন ও মুকুল, ইয়াহিয়া চরিত্রে সজিব, ভুট্টো চরিত্রে লিটু ও জিএম নজু, সাংবাদিক আমির তাহেরি ও পররাষ্ট্র মন্ত্রী আজিজ চরিত্রে জিয়াউল আলম ফারুকীসহ বিভিন্ন চরিত্রে লাভলু, এনামুলসহ প্রমুখ ছিলেন।
আলোক সজ্জায় সুমীত মোহন্ত ও মেকআপে ছিলেন মনা। নাটকটির রচনায় সুবচন নাট্য সংসদের আসাদুল ইসলাম। নাটকটি উপভোগ করেন রংপুরের সাহিত্য-সংস্কৃতি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু প্রেমীরা।
নাটকের পরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণজনিত কারণে রংপুর জেলার কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদানকৃত অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ