এবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে সার্কাসের হাতি ভাড়া করে পিঠে চড়ে বাল্যবিয়ে করতে আসেন এক যুবক। জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়া বাড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বাজারের ভেতর দিয়ে দিনের বেলা হাতির পিঠে চড়ে বর আসতে থাকলে উৎসুক জনতার ভিড় দেখা যায়। সবাই হাতির পিঠে বরকে এক নজর দেখতে ভিড় করেন। সেই সাথে হাতির ওপর ছিল বরের সঙ্গী ষোড়শী কনেও।
জানা গেছে, ওই বিয়ের কনে এখন দশম শ্রেণিতে পড়ে এবং তার বয়স ১৬ বছর। এ চাঞ্চল্যকর বাল্যবিয়ের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়।পরে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দিলে বর পক্ষ কনেকে নিয়ে পুলিশ আসার আগে চম্পট দেয়। এমনকি বিয়ে বাড়ির খাওয়া-দাওয়া শেষ না করে বর ও কনে পক্ষ সটকে পড়ে।
ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের দুলাল মিয়ার মেয়ে আদুরি আক্তার (১৬) এবং নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বন্ধু খানের ছেলে সম্রাট।
তবে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সারোয়ার হোসেন বলেন, এ বিয়ে এক বছর আগে হয়েছে খাওয়া-দাওয়া ও আনুষ্ঠানিকতা শুক্রবার দুপুরের পর থেকে অনুষ্ঠিত হলেও পুলিশ যাওয়ার আগেই সন্ধ্যের দিকে বর ও কনে পক্ষ কাউকে পাওয়া যায়নি।
ভাঙামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর বর সম্রাট হাতির পিঠে চড়ে নাগেশ্বরীর নেওয়াশি থেকে ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামে বিয়ে করতে আসেন। তখন হাতির পিঠে বরকে দেখে উৎসুক জনতা ভিড় করতে থাকেন। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন যে, হাতির পিঠে চড়ে বর সম্রাট মূলত বাল্য বিয়ে করতে আসেন।
এরপর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে, সেখানে পুলিশ দেরিতে যাওয়ায় বিয়ের খাওয়া-দাওয়া শেষ হয়। ফলে কাউকে দেখা যায়নি।
কনের দুলাভাই হাফিজুল ইসলাম বলেন, ফুলবাড়ীর বড়ভিটা কলেজ মাঠে আয়োজিত স্থানীয় একটি সার্কাসের হাতি ১৫ হাজার টাকায় ভাড়া করে তার পিঠে চড়ে বিয়ে করতে আসেন সম্রাট। কনে দশম শ্রেণির ছাত্রী এবং বয়স কম হওয়ায় পুলিশ আসার খবরে সবাই বাড়ি থেকে দ্রুত চলে যান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ