আশুলিয়ার গাজীরচট এলাকায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ব্যারিস্টার মনির ফুটবল ক্লাবের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল আশুলিয়ার গাজীরচট এম এম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ এলাকায় ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমি ও আশুলিয়ার ঐতিহ্যবাহী মিয়া পরিবারের সন্তান ব্যারিস্টার মনির হোসেনের ফুটবল ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহদাত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন আহম্মেদ ভূঁইয়া, এম এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক মুন্সী।
খেলায় ২-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী জয় লাভ করে। পরে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন