বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদকের কার্যালয়ে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ এবং চারমাথা বাস টার্মিনালে হামলার ঘটনায় লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি।
এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেফতারসহ ৪ দফা দাবি না মানলে ৮ মার্চ থেকে কর্মবিরতি শুরু হবে বলে শনিবার দুপুরে এ ঘোষণা দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক, শ্রমিক যৌথ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম।
চার দফা দাবির মধ্যে আসামি গ্রেফতার ছাড়াও জেলার অতিরিক্ত জেলা প্রশাসককে অপসারণ এবং মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ সকল মোটর মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দুর্ঘটনার পরপরই কোন ড্রাইভার, হেলপারকে তদন্তে দোষী না হওয়া পর্যন্ত গ্রেফতার না করার কথাও বলা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব, রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক নেতা মো. মাহাতাব হোসেন চৌধুরী, নওগাঁ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম, নওগাঁ জেলা ট্টাক মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দিন খান টিপু, রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমসহ সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, চঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলার পরিবহন শ্রমিক মালিক নেতবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/শফিক