দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, উন্নত-সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে শেখ হাসিনা সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সন্ত্রাস এবং মাদকে জিরো ট্রলারেন্স নিয়ে এসেছে। জননেত্রী শেখ হাসিনা সর্বদাই চিন্তা করেন দেশকে কি দিতে পারলাম, দেশের জন্য, মানুষের জন্য কি করতে পারলাম সেটাই সবচেয়ে বড় কথা। শেখ হাসিনার সরকার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।
শনিবার বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন কল্যাণ সমিতির বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আমিনুল ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজি জাদিদ আল রহমান জনি, সাংস্কৃতিক সম্পাদক এবিএম মাহবুুবুর রহমান উজ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফুল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউল হক মুকুল, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোজ্জামেল হক, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন বাইজিদ প্রমুখ।
সভা শেষে ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন