প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে মানিকগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির সামনে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধার মুখে মিছিলটি সামনে অগ্রসর হতে পারেনি। পরে জেলা আইনজীবী সমিতির সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেন। মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ও অঙ্গসংগঠন এই কর্মসুচির আয়োজন করেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এড.জামিলুর রশিদ খান, যুগ্ম আহবায়ক আতাউর রহমান, নুরতাজ আলম বাহার, মাকসুদুর রহমান মুকুল, মোতালেব হোসেন, এড.আজাদ হোসেন খান, তোজাম্মেল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ ফেরদৌস, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রিয়াজ মাহমুদ হারেজ , মাসুদুর রহমান সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির