কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডে দণ্ডিত জিআর পরোয়ানাভুক্ত মনির নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম টেকনাফ থানা এলাকায় অভিযান চালায়। এই অভিযানে মাদক মামলায় ছয় বছরের সাজা ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড পাওয়া আসামি মো. মনিরকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম নাজিরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির