সুনামগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিল বের হয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালি এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি নাদির আহমদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল ও জেলা যুবদলের আহ্বায়ক আবুল মনসুর শওকত প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই