দিনাজপুর জেলা জাসদের প্রতিষ্ঠাতা সংগঠক, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তৈমুর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর প্রেস ক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে জাসদ দিনাজপুর শাখা শোক সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। জাসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী সভাপতিত্ব করেন।
শোক সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, জাসদ-রংপুর জেলার সভাপতি সাখাওয়াত হোসেন রানা, ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান বাবু, জাসদ রংপুর জেলার সাধারণ সম্পাদক বাবু অমরেশ রায়, সাবেক জাসদ নেতা অধ্যক্ষ আনোয়ারুল হক ও মজিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্টি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলতাফ হুসাইন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু ও জাসদ নেতা মোহাম্মদ আলী প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম শহীদুল্লাহ।
বিডি প্রতিদিন/এমআই