কেন্দ্রীয় কর্মসূচির হিসেবে নাটোরে স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখার উদ্যোগে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কোভিড ১৯ ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ভবানীগন্জ মোড়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান শুভর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শতাধিক মানুষের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ সেলিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সুক্কু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মলয় রায়।
বিডি প্রতিদিন/আল আমীন