৩ মার্চ, ২০২১ ১৮:১২

ঝালকাঠিতে স্বর্ণালংকার লুট, দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে স্বর্ণালংকার লুট, দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতীকী ছবি

ঝালকাঠি শহরের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়েছে একদল চোর। এসময় দুই যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার বেলা ১১টার দিকে কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। দিনের বেলা প্রকাশে এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আটক ব্যক্তিরা হলেন-বাগেরহাটের কচুয়া এলাকার কামরুল ইসলাম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের রেজাউল মৃধা (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একতলা একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। তার স্বামী মো. শাহজাহান ঢাকায় চাকরি করেন। বেলা ১১টার দিকে মাকসুদা চায়ের পাতা কিনতে বাসার সামনে একটি দোকানে যান। এ সুযোগে মোটরসাইকেল এসে দুই যুবক মাকসুদার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

তারা ঘরের আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুই ভরি সোনার গহনা লুট করে নেয়। এরই মধ্যে মাকসুদা ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দেয়। স্থানীয়রা ছুটে এসে তাদের হাতেনাতে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে।

মাকসুদা বেগম জানান, আটক দুই যুবকের সঙ্গে আরো লোকজন ছিল। তারা টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একটি চক্র চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর