৯ মার্চ, ২০২১ ১৬:৫৩

নেত্রকোনায় বছরের প্রথম শিলাবৃষ্টি

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় বছরের প্রথম শিলাবৃষ্টি

ফাইল ছবি

কয়েকদিন আগেই ঝড়-বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজ নেত্রকোনায় বছরের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। ভোরে পৌর শহরসহ কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিকে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে ঝরে পড়া শিলাবৃষ্টিতে গাছে আসা আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু সবজির ক্ষয়ক্ষতি হলেও বোরো ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান। 

তিনি জানান, আমের মুকুল ঝরলেও তবে ফসলের তেমন ক্ষতি হয়নি। এ ছাড়াও সবজিরও প্রায় শেষ সময়। বড় ধরনের ক্ষতি হয়নি আংশিক ক্ষতি হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর