আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক রনির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয়ে কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমনের পরিচালনায় এতে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া রংগু, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রংগু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি শওকত আলী, কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক সাইমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আবদুল হান্নান।
এদিকে কসবা পৌরসভার উদ্যোগেও বিকালে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ মেয়র, পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। উপজেলার গাববাড়ি জামে মসজিদে আওয়ামী লীগ নেতা কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগেও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ মার্চ শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরিফুল হক রনি (৫৬)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ