গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গাজীপুরের শ্রীপুরে আটটি জনগুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব ভিত্তিপ্রস্তর স্থপান করা হয়।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ সড়ক সংস্কার কাজে জড়িত প্রকৌশল, প্রশাসন, ঠিকাদারসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণে এসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসব সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাওরাইদ ইউপিসি-লাল পুকুর পাড় বাজার ভায়া শিমুলতলা বাজার, সোনাব- কাওরাইদ-গলদাপাড়া-সীমান্ত বাজার, ধামলই- জিপিএস-মফিজ মাস্টার হাউস, জৈনা বাজার- কাওরাইদ রোড-কেরানী বাড়ী রোড লাকচতল ভায়া নাটকের বাজার, বাপ্তা জিপিএস-ঘুন্টিঘর রেল লাইন ও বরমী-নান্দিয়া সাঙ্গুন।
বিডি প্রতিদিন/আল আমীন