ফেনীতে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও চীপ জুডিশিয়াল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে আদালত চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক না থাকায় মামলা জট বেধে গেছে ফলে নিষ্পত্তি মামলাগুলোর সুরহা হচ্ছেনা এবং যিনি বিচারকার্যের দায়িত্বে আছেন তিনি মামলা শুনছেন না ও দেখছেনও না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা।
তারা আরও বলেন, অপরদিকে চীপ জুডিশিয়াল ভবন না থাকায় বিচারকার্য পরিচালনায় হিমশিম খাচ্ছেন বিচারকসহ মামলায় সংশ্লিস্ট ব্যক্তিরা। এতে ব্যহত হচ্ছে মামলার বিচার কার্যক্রম। অতিসত্ত্বর বিচারক নিয়োগ ও ভবন নির্মাণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত