ফরিদপুরের চরভদ্রাসনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধিনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, থানা পরিদর্শক মো. জাকারিয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
সভায় উল্লেখিত দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সকলের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত