প্রথম দফায় করোনার টিকা প্রদানের জন্য আরও ২০ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছেছে যশোরে। এর আগে এসেছিল আরও ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন। সব মিলিয়ে এখন ভ্যাকসিনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ডোজ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি বলেন, গত ৩১ জানুয়ারি প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন আসে।
সিভিল সার্জন বলেন, ইতিমধ্যে জেলায় ৯২ হাজার জন টিকা গ্রহণ করেছেন, খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে যা সর্বোচ্চ। যশোরবাসীর চাহিদার প্রেক্ষিতে জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও টিকা পাওয়ার আবেদন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে বরিশাল বিভাগ থেকে আরও ২০ হাজার টিকা যশোর জেলার জন্য বরাদ্দ করে।
বুধবার এই টিকা যশোর পৌঁছেছে এবং তা উপযুক্ত তাপমাত্রায় ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। দ্বিতীয় দফায় আসা এ ২০ হাজার ডোজ টিকা গ্রহণের সময় সিভিল সার্জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশিদ, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মশিউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত যশোর জেলায় ৯১ হাজার ৪৬৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ৫৯ হাজার ২১৯ জন পুরুষ ও ৩২ হাজার ২৪৪ জন নারী। এ পর্যন্ত জেলায় ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন এক লাখ ১২ হাজার ৯৪৪ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর