‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অংশ বিশেষ গ্রামীণ দুস্থ নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ভাঙা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সদরের দত্তের হাট উদয় সাধুর হাট সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক ও জেলা নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ, সহকারী প্রকৌশলী মো. হাফিজুল হক, সহকারী প্রকৌশলী মো. রকিবুল হাসান ও উপ-সহকারী প্রকৌশলী মো. ফেরদৌস আলম। এছাড়া আরইআরএমজি প্রোগ্রামের আওতায় নারী কর্মীরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জানান, করোনাকালীন গ্রামীণ দুস্থ-অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে গ্রামের মানুষ গ্রামীণ রাস্তা দিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এবং অর্থনীতিতে লাভবান হবে।
বিডি প্রতিদিন/এমআই