রাঙামাটিতে গাঁজাসহ এক জনকে আটক করেছে চট্টগ্রামের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭। তার নাম- আমির হোসেন (৪৫)।
বৃহস্পতিবার ভোর রাতে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কেয়াংছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলায় অভিযান চালায় চট্টগ্রাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭। এসময় কাউখালী উপজেলার বেতুনিয়ার গুইয়াতল এলাকার মো. ইয়াকুব মিয়ার ছেলে মো. আমির হোসেন ওই এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে ঘুরছিল। পরে র্যাব-৭ সদস্যরা তাকে তল্লাশি চালায়। পরে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তাকে কাউখালী থানায় গাঁজাসহ হস্তান্তর করে র্যাব সদস্যরা।
কাউখালী থানা পুলিশ জানায়, আমির হোসেনের বিরুদ্ধে আগেও কাউখালী থানায় একটি মাদক অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। এবারও তার বিরুদ্ধে মাদক অপরাধ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন