শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পরে খোদেজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা মধ্যপাড়ায় নিহত ওই বৃদ্ধার বাড়ির আঙ্গিনা থেকে লাশ উদ্ধার করে নকলা থানা পুলিশ। খোদেজা বেগম একই এলাকার মৃত আশকর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধা গত ৭ মার্চ রাত থেকে নিখোঁজ হন। পরে ৮ মার্চ নকলা থানায় লিখিতভাবে অবহিত করেন ওই বৃদ্ধার ছেলে খোরশেদ আলী। আজ সকালে বাড়ির আঙ্গিনা থেকে দুর্গন্ধ বের হলে কুকুর মাটি খুড়ে লাশ বের করার চেষ্টা করে। পরে মানুষজন পুলিশ খবর দেয়। পুলিশ মাটি খুড়ে গর্ত থেকে বস্তাভর্তি লাশ উদ্ধার করলে খোরশেদ আলী মায়ের লাশ শনাক্ত করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় নকলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন